ভারতের উগ্র হিন্দুত্ববাদী চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে।
এ ঘটনায় তীব্র সমালোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আইপিএল সম্প্রচারকারীদের আইপিএল সম্প্রচার না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শ্রীলঙ্কায় আয়োজনের জন্য ক্রিকেট বোর্ডকে আইসিসিতে আবেদন করার সুপারিশও করেছেন।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল শনিবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, “আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। বাংলাদেশের নাগরিকেরা এর মাধ্যমে ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।”
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রেক্ষাপট থাকতে পারে। ফারুকী উল্লেখ করেছেন, “গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, সেটাও খতিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপি দামে কিনেছিল।
আরএস
No comments yet. Be the first to comment!