স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
আজ রোববার রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্বপালনকারী প্রত্যেক পুলিশ সদস্যই হবেন জনগণের আস্থার প্রতীক। তাই দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে তাঁদের নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপদেষ্টা। তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরেন।
কর্মশালায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি সূত্র জানায়, গত ৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইতিমধ্যে ২২টি ব্যাচে মোট ১৮ হাজার ১৫০ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে প্রায় ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!