জাতীয়

১২৩তমবার পেছাল সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৬:৫৯ এএম
১২৩তমবার পেছাল সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১২৩তমবারের মতো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলো। আদালত আগামী ৯ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। এ কারণে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। মামলার তদন্তে আসামিদের একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও এখনো কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে মামলাটির তদন্তভার ছিল থানার এক উপপরিদর্শকের ওপর। পরে তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি প্রায় দুই মাস তদন্ত চালিয়েও ঘটনার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

তবে গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে গতি আনতে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ার আদেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। পরবর্তীতে ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!