জাতীয়

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৭:০২ এএম ১০
সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে গত ১১ ডিসেম্বর জারি করা এক দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলসংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন আইনসম্মত নয়। এ কারণে তফসিল বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিট আবেদনটির ওপর চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!