জাতীয়

গভীর সমুদ্রে গবেষণার গুরুত্বে জোর দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৮:৫৩ এএম
গভীর সমুদ্রে গবেষণার গুরুত্বে জোর দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর সমুদ্রে গবেষণার গুরুত্ব এবং সমস্যাগুলো চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ অঞ্চলই জলভাগ হলেও আমরা এই বিপুল সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তিনি গবেষণা ও নীতিগত সমর্থনের মাধ্যমে সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৮টি দেশের ২৫ জন বিজ্ঞানীর সমন্বয়ে ‘আরভি ডক্টর ফ্রিডজফ ন্যানসেন’ গবেষণা জাহাজের মাধ্যমে জরিপ চালানো হয়। এর মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশি। গবেষণায় ৬৫ প্রজাতির নতুন জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেলেও পরিবেশগত ভারসাম্যহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, যা ওভারফিশিংয়ের ফলে পরিবেশের ভারসাম্যহীনতার লক্ষণ। দুই হাজার মিটার গভীরে প্লাস্টিক পাওয়া গেছে, এবং গভীর ও স্বল্প গভীরতায় বড় মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গভীর সমুদ্রে প্রায় ২৭০–২৮০টি বড় ট্রলার মাছ আহরণ করছে, এর মধ্যে ৭০টি ‘সোনার’ ব্যবহার করে টার্গেটেড ফিশিং করছে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এসব টার্গেটেড ফিশিংয়ের ফলে বঙ্গোপসাগরে মাছ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

অন্যদিকে, গবেষণায় টুনা মাছের সম্ভাবনা উজ্জ্বল এবং সুন্দরবনের নিচে ‘ফিশিং নার্সারি’ সন্ধান পাওয়া গেছে, যা সংরক্ষণের জন্য সরকারের নির্দেশনা আছে।

প্রধান উপদেষ্টা জাপান, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের সঙ্গে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!