শিক্ষা ও শিশু কল্যাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশি দুটি বেসরকারি সংস্থাকে ‘গ্রাস–রুটস হিউম্যান সিকিউরিটি’ প্রকল্পের আওতায় প্রায় ১৩.৮ মিলিয়ন টাকা অনুদান দিয়েছে জাপান সরকার।
ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকার এসকেএস ফাউন্ডেশন ও একমাত্রা সোসাইটিকে মোট ১ লাখ ১৫ হাজার ৭২৩ মার্কিন ডলার অনুদান দিয়েছে। এ উপলক্ষে ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদান চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং সংশ্লিষ্ট দুই সংস্থার প্রতিনিধিরা।
এসকেএস ফাউন্ডেশনকে স্কুল বাস সংগ্রহে সহায়তা ‘গাইবান্ধা জেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজে স্কুল বাস সংগ্রহ প্রকল্প’-এর জন্য এসকেএস ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে ৫১ হাজার ৯৮১ মার্কিন ডলার। এই অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দুটি স্কুল বাস সংগ্রহ করবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বাসগুলো দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করবে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং শিক্ষা গ্রহণের সুযোগ আরও উন্নত হবে।
উল্লেখ্য, এসকেএস ফাউন্ডেশন মানবাধিকার, সামাজিক উন্নয়ন, লিঙ্গসমতা, দারিদ্র্য বিমোচন ও কমিউনিটির ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
একমাত্রা সোসাইটির একাডেমি সম্প্রসারণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ‘একমাত্রা চিলড্রেনস একাডেমি’ ভবন সম্প্রসারণ প্রকল্পের জন্য একমাত্রা সোসাইটিকে দেওয়া হয়েছে ৬৩ হাজার ৭৪২ মার্কিন ডলার।
এই অনুদানের অর্থায়নে বিদ্যমান একাডেমি ভবনের সঙ্গে নতুন একটি একতলা অংশ নির্মাণ করা হবে। এতে পথশিশুদের জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একমাত্রা সোসাইটি পথশিশুদের শিক্ষা, আবাসিক পরিচর্যা, কারিগরি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে পুনর্বাসনের জন্য কাজ করে থাকে।
দীর্ঘদিনের সহযোগিতা জাপান সরকার ১৯৮৯ সাল থেকে ‘গ্রাস–রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)’ কর্মসূচির আওতায় বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে ২২৩টি এনজিও প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মোট অনুদানের পরিমাণ প্রায় ১৭.৭ মিলিয়ন মার্কিন ডলার।
আরএস
No comments yet. Be the first to comment!