আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে ভারতে খেলতে হবে—এমন কোনো নির্দেশ বা নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেন।
বিসিবি সভাপতি বলেন, “আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে পয়েন্ট কর্তন করা হবে বা বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে। আমাদের সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।”
এর আগে ক্রিকইনফোর একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আইসিসি বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে হবে।
তবে বিসিবি নিশ্চিত করেছে, এমন কোনো বার্তা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসেনি। বুলবুল আরও বলেন, “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা আমাদের নিরাপত্তা উদ্বেগ ইতিমধ্যেই বিস্তারিতভাবে জানিয়েছি। আইসিসি গতকাল রাতেও সেই নিরাপত্তাজনিত উদ্বেগের পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে।”
তিনি স্পষ্ট করে বলেন, “ভারতের মাটিতে খেলোয়াড়রা কেন নিরাপদ নন এবং আমাদের উদ্বেগের কারণগুলো কী কী—তার বিস্তারিত ব্যাখ্যা শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। এর ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর সম্পূর্ণ গুজব।”
বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে খেলার পরিবেশ নিয়ে উদ্বেগ থাকায়, আইসিসির সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো বিভ্রান্তিকর খবরে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বোর্ড।
আরএস
No comments yet. Be the first to comment!