জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতোই ভ্যাট রিটার্ন দাখিল অনলাইনে বাধ্যতামূলক হবে।
আজ বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, “আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক হবে। অনলাইনে দাখিলের ঝামেলা এড়াতে পরিপত্র জারি করা হয়েছে। যারা পেপার রিটার্ন দিয়েছেন, তাদের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া হবে। এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে।”
তিনি আরও বলেন, “এনবিআরের সব কার্যক্রম স্বচ্ছ করতে চাই। প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন আনা হবে। মূল উদ্দেশ্য হলো করদাতাদের হয়রানি কমানো। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে রিফান্ড আবেদন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পন্ন হবে, আর করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না।”
চেয়ারম্যান করদাতাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!