ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। একই সঙ্গে এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশ সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফের করা আবেদন বিবেচনায় গ্রহণ করে দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং ও খুন, সন্ত্রাস ও অর্থ যোগান দেওয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযুক্তের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধের এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা এবং সেখানে স্থিত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন, যাতে অভিযোগ নিষ্পত্তির আগে অর্থ হারিয়ে না যায়।
হাদির ওপর হামলা ১২ ডিসেম্বরের ঘটনাঃ মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে হাদি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা তার ওপর গুলি চালায়। গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
আরএস
No comments yet. Be the first to comment!