আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। ভারতের ভেন্যুতে খেলা নিয়ে সম্প্রতি যে টানাপোড়েন চলছে, এ বিষয়ে এটিই সরকারের সর্বশেষ বক্তব্য।
ভারতে গিয়ে খেলার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ওই (ভারতের) ভেন্যুতে খেলবে না।’
ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও প্রয়োজন হলে বাংলাদেশের স্বার্থে ‘চোখে চোখ রেখে’ কথা বলার সক্ষমতা সরকারের আছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী এবং আমরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’
তবে কোনো দেশের আচরণে বাংলাদেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তা ক্ষুণ্ন হলে সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ও পররাষ্ট্রনীতির গাম্ভীর্য রক্ষার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অধিকার বাংলাদেশের আছে।
এদিকে একই অনুষ্ঠানে এক রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, কোনো প্রার্থী বা দল যথাযথ তথ্য–প্রমাণসহ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করলে নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি খতিয়ে দেখবে। সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে তা প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ইসিতে পাঠানো হবে।
আরএস
No comments yet. Be the first to comment!