ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে ক্রিকেটারসহ সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে—এই বিবেচনায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ‘একজন ক্রিকেটার সীমিত সময়ের জন্য যাবে, খেলে ফিরে আসবে। কিন্তু যদি তার নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে সেটি গুরুতর বিষয়। শুধু খেলোয়াড় নয়, খেলা দেখতে সমর্থকরাও যাবে। তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা কীভাবে নিশ্চিত হব যে তারা নিরাপদ থাকবে?’
মো. তৌহিদ হোসেন বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী যে বক্তব্য ও কর্মকাণ্ড চলছে, তার প্রেক্ষাপটে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে পূর্ণ নিরাপত্তা দেওয়া বাস্তবসম্মত হবে না। সে কারণে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বাইরে ভেন্যুতে খেলবে।
এ বিষয়ে উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গেও একমত প্রকাশ করেন তৌহিদ হোসেন।
ভারতে না গিয়ে খেললেও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তেল ও চাল আমদানির বিষয়ে তিনি বলেন, ‘যেখানে আমাদের স্বার্থ আছে, সেখানে আমরা নিজেরাই তা ক্ষতিগ্রস্ত করতে যাব না। নিরাপত্তার কারণে আমরা লোকজন পাঠাব না—এটাই আমাদের শর্ত। তবে চাল বা অন্যান্য পণ্য যদি কম দামে পাওয়া যায় এবং আমাদের প্রয়োজন থাকে, তাহলে কেনার ক্ষেত্রে সমস্যা দেখি না।’
ভারতে বাংলাদেশ মিশনের কয়েকটিতে ভিসা ইস্যু বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, যেসব মিশনে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে, সেখানে আপাতত ভিসা প্রদান স্থগিত রাখতে বলা হয়েছে। এটিও নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।
পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া তিনি জানান, সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ছাড়বেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!