জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়ে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টটির শিরোনাম ছিল— জুলাই যোদ্ধাদের দায়মুক্তি।
আসিফ নজরুল লেখেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছে। সে কারণে তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছে, তার জন্য দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন জরুরি।
তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন পুরোপুরি বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সরকারগুলোর পতনের প্রেক্ষাপটে দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন করার বৈধতা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্যও দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে।
তিনি লেখেন, ইনশাআল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা দেশের জন্য একটি পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
আরএস
No comments yet. Be the first to comment!