স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ফলে অন্য দেশ থেকে বসে নানান কথা বললেও তাতে কোনো লাভ হবে না।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা এবং ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন শেষে দোয়ারাবাজার ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্যসন্তান। জুলাই আন্দোলনের বাইরে যারা ছিল, তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।’ তিনি বলেন, জুলাই সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার পথে এগিয়েছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে আদিলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের জুলাই সনদের ভিত্তিতেই দেশ পরিবর্তনের লক্ষ্যে গণভোটের ব্যবস্থা করা হয়েছে। এই গণভোটে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!