জাতীয়

অতীতের মতো ভোটদানে বাধা বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না কেউ: ফাওজুল কবির খান

আপডেট: জানু ০৯, ২০২৬ : ০৪:৩৬ পিএম
অতীতের মতো ভোটদানে বাধা বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না কেউ: ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান বলেছেন, অতীতের মতো কেউ আসন্ন নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি উৎসব।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চইন খইরপাড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ‘ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট গ্রহণ হবে ঈদ বা পূজার মতো উৎসবের পরিবেশে। এদিন মানুষ নির্ভয়ে ও বাধাহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। অতীতের মতো কাউকে ভয় দেখিয়ে ভোট থেকে দূরে রাখার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়ই প্রতিফলিত হবে। জয়ী ও পরাজিত উভয় পক্ষই পরস্পরকে অভিনন্দন জানাবে—এমন গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এবারের গণভোট হচ্ছে সংস্কারের জন্য। এর মধ্য দিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ তৈরি হবে।

গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এই উঠান বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি, প্রস্তাবিত সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে ভোটারদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ভোট প্রদানের আহ্বান জানান।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!