আসন্ন জাতীয় নির্বাচনে গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভোটারদের সচেতন করা গেলে একটি সুষ্ঠু গণভোট আয়োজন সম্ভব হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য সচিব। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই কর্মশালা পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
তথ্য সচিব বলেন, ‘এই সময়ে আপনাদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনী সবচেয়ে বেশি প্রয়োজন। গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যম আমাদের বড় শক্তি। আমরা একসঙ্গে কাজ করলে দেশ সঠিক ও ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে যাবে।’ তিনি গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মাহবুবা ফারজানা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাল্টিমিডিয়ার মাধ্যমে ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ‘ভোটালাপ’ উঠান বৈঠক ও ‘টেন মিনিট ব্রিফ’ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ‘তথ্যআপা’ কর্মসূচির আওতায় মোবাইল ফোন ব্যবহার করে ভোট প্রদানের নিয়ম শেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণ ভোটার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারীদের ভোটে অংশগ্রহণ বাড়াতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব রিয়াসাতুল ওয়াসিফ ও পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল। কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
আরএস
No comments yet. Be the first to comment!