জাতীয়

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত, ব্যাহত হতে পারে সড়ক-নৌ-বিমান চলাচল

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৬:০৬ এএম
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত, ব্যাহত হতে পারে সড়ক-নৌ-বিমান চলাচল

দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই পরিস্থিতিতে সড়ক, নৌ ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে নিম্নচাপ আকারে শ্রীলঙ্কা উপকূলবর্তী দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ দুপুর বা বিকেলে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপটির একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করছে।

এ সময়ে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী—

রোববার (১১ জানুয়ারি): সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি): আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া। ঘন কুয়াশা ও সাময়িক যোগাযোগ বিঘ্ন থাকতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি): সারাদেশে শুষ্ক আবহাওয়া, নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা।

বুধবার (১৪ জানুয়ারি): আংশিক মেঘলা আকাশ, নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!