তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন।
আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিএফডিসিতে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপদেষ্টাকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা, ডিজিটাল সেবা, শুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও এবং এডিটিং ল্যাব পরিদর্শন করান। পাশাপাশি চলমান বিভিন্ন প্রকল্প ও সাম্প্রতিক সময়ে গৃহীত নানা ইতিবাচক উদ্যোগের কথাও তুলে ধরেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বিএফডিসির পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলেন। এ সময় তিনি চলমান অবকাঠামো নির্মাণকাজের অগ্রগতি এবং পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।
এ ছাড়া পরিদর্শনের সময় উপদেষ্টা বিএফডিসির অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
আরএস
No comments yet. Be the first to comment!