জাতীয়

শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে: সেনাপ্রধান ওয়াকার

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৩:১০ পিএম
শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে: সেনাপ্রধান ওয়াকার

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো রেজাল্ট বা উচ্চশিক্ষাই সফলতার মানদণ্ড নয়; ভালো মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতার ঘাটতির কারণে অনেক শিক্ষিত মানুষও সমাজ ও রাষ্ট্রে প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হন।

আজ শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আমরা অনেকেই স্বশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। স্কুল–কলেজে ভালো করি, পিএইচডিও করি—কিন্তু নৈতিকতার অভাবে অনেক সময় ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি না। শুধু ভালো ছাত্র হলেই হবে না, সবাইকে ভালো মানুষ হতে হবে।’ তিনি আরও বলেন, এ লক্ষ্যেই ক্যাডেট কলেজগুলো কাজ করে যাচ্ছে।

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে জেনারেল ওয়াকার বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী; তাদের দক্ষতা ও অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি ভবিষ্যৎ নেতৃত্বে ক্যাডেটদের এগিয়ে আসার আহ্বান জানান। তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখাও বক্তব্য দেন। এর আগে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা।


আরএস

Tags:
বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!