জাতীয়

আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৩:১৪ পিএম
আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।”

প্রফেসর ইউনূস জানান, ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি অংশগ্রহণমূলক হবে। এবার প্রায় ১০ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়; তার মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন মোকাবেলা, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌখাতে সহযোগিতা। মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং জুলাই সনদকে জাতীয় ঐকমত্যের উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।


আরএস

Tags:
সরকার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!