জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু এবং রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়েছে।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আইনজীবী শিশির মনির এ মন্তব্য করেন। এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আদেশ অনুমোদন করা হয়। এরপর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে গণভোট আয়োজন করা হবে। গণভোটের দিন এই চার বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে জনগণ মতামত জানাবে। তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে, যাতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত না হয়। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইনও উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।
আরএস
No comments yet. Be the first to comment!