বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেছেন, ভোলা জেলায় বাসা-বাড়ি বা আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি বলেন, এটার কথা আপনারা ভুলে যান।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। উপদেষ্টা জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে এলপিজি গ্যাসের দাম কমানো হবে এবং পর্যায়ক্রমে দাম এক হাজার টাকা করা হবে। এছাড়া, ভোলার গ্যাস ভোলার মধ্যে ব্যবহার হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
আরএস
No comments yet. Be the first to comment!