জাতীয়

জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৫:২৬ এএম
জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

জলবায়ু–সংকট মোকাবিলায় অর্থায়নের প্রশ্নে কোনো দরকষাকষি নয়, বরং এটি টিকে থাকা, ন্যায়বিচার ও মানব মর্যাদার বিষয়—এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ব্রাজিলের বেলেমে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর বাংলাদেশ প্যাভিলিয়নে শুক্রবার আয়োজিত ইউএনএফসিসি–এর শিশু ও যুব কনস্টিটিউয়েন্সি ইয়োঙ্গোর লস অ্যান্ড ড্যামেজ ওয়ার্কিং গ্রুপের সেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘স্থানীয় থেকে বৈশ্বিক: লস অ্যান্ড ড্যামেজ কাঠামোতে যুব অন্তর্ভুক্তি’ শীর্ষক সেশনে তিনি বলেন, “আমাদের জন্য জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়; এটি টিকে থাকা ও ন্যায়বিচারের প্রশ্ন। আমরা এখানে সমস্যার কথা বলতে আসিনি, এসেছি সমাধান খুঁজতে—যে সমাধান আমাদের ভোগান্তির গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” ফরিদা আখতার বলেন, বাংলাদেশ আজ কথা বলছে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে—যাদের জীবন, ঘরবাড়ি ও ভবিষ্যৎ প্রতিদিন বদলে যাচ্ছে জলবায়ু সংকটে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে কেন্দ্রীয় জায়গায় না রাখলে কোনো আন্তর্জাতিক কাঠামোই কার্যকর হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির বোঝা সামলাতে এবার তরুণদের এগিয়ে আনছে বাংলাদেশ।

সেশনে মূল তথ্যপত্র উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী। তিনি জানান, বাংলাদেশ নিজস্ব জাতীয় লস অ্যান্ড ড্যামেজ কাঠামো প্রণয়ন করছে, যা আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগোবে এবং এতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
প্যানেল আলোচনায় তরুণ প্রতিনিধিরা তহবিলে সহজ প্রবেশাধিকার, রিয়েল–টাইম স্বচ্ছতার টুল, আগাম সতর্কতাভিত্তিক অর্থায়ন, ছোট অনুদান, সক্ষমতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনায় স্থায়ী যুব প্রতিনিধিত্ব এবং তথ্যভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির দাবি জানান।
ওয়ার্কিং গ্রুপের কন্টাক্ট পয়েন্ট জাসমিমা সাবাতিনা আলোচনার সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, নেপালের তরুণ প্রতিনিধি প্রয়াশ অধিকারী, জলবায়ু নীতি বিশ্লেষক হারজিৎ সিংহসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!