জাতীয়

জলবায়ু অর্থায়ন চাই দয়া বা ঋণ হিসেবে নয়, এটি আমাদের অধিকার: উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:২০ এএম
জলবায়ু অর্থায়ন চাই দয়া বা ঋণ হিসেবে নয়, এটি আমাদের অধিকার: উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধনী দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে। জলবায়ু অর্থায়ন আমরা দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার। তাই এটি অনুদান আকারে প্রদান করতে হবে।

বাংলাদেশ সময় আজ রোববার (১৬ নভেম্বর) ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30–এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী এবং যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—তাদের মধ্যে যেন এক অসম যুদ্ধ চলছে। বাংলাদেশ বা অন্যান্য দুর্বল রাষ্ট্রের পক্ষ থেকে এখানে আসলে এটি আরও স্পষ্টভাবে বোঝা যায়।
তিনি জেন্ডার-সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়ে বলেন, জলবায়ু নীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন নারীদের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। ভবিষ্যতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ফরিদা আখতার আরও বলেন, জলবায়ু সম্মেলনে তরুণদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সাইড ইভেন্টে তাদের উপস্থিতি, বক্তব্য এবং উত্থাপিত প্রশ্ন জলবায়ু আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। “ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব তাদের হাতেই গড়ে উঠবে, তাই তাদের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি দেশের জাতীয় মাছ ইলিশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবেও উদ্বেগ প্রকাশ করেন। নদীর স্বভাব পরিবর্তন, আবাসস্থল নষ্ট হওয়া এবং জলবায়ুজনিত চাপ ইলিশ প্রজাতিকে সংকটে ফেলছে। এর ফলে মৎস্যজীবীরা পেশা হারানোর ঝুঁকিতে পড়ছেন।

ফরিদা আখতার বলেন, “বাংলাদেশের ইলিশ বিশ্বে প্রথম—প্রকৃতি আমাদের এই সম্পদ দিয়েছে। তাই এ সম্পদ রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা জরুরি।”
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী এবং সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম. হাফিজুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!