জাতীয়

জলবায়ু সমস্যার সমাধান ন্যায্যতার ভিত্তিতে হতে হবে: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:১১ পিএম
জলবায়ু সমস্যার সমাধান ন্যায্যতার ভিত্তিতে হতে হবে: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলবায়ু সমাধান এখন আর মুনাফাকেন্দ্রিক অর্থনীতির হাতে নয়, বরং যুব নেতৃত্বে ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠতে হবে। তিনি বলেন, “আমরা এমন এক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি যা প্রকৃতিকে ও বাস্তুসংস্থানকে ধ্বংস করছে, পরিবেশকে বিপদে ফেলছে এবং আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে।”

তিনি এসব কথা বলেন জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত “দ্যা রোল অব ইউথ, গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল বিজনেস ইন ক্লাইমেট সলিউশনস” শীর্ষক ইভেন্টে। উপদেষ্টা ফরিদা আখতার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—দর্শনের কথা উল্লেখ করে বলেন, “এ লক্ষ্যপূরণে আজকের বিশ্বকে শূন্য বর্জ্য, শূন্য ও দায়িত্বশীল সম্পদ সঞ্চয়ের শপথ নিতে হবে। আমাদের তরুণদের এমন এক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং মৌলিক চাহিদার অতিরিক্ত কোনো ব্যক্তিগত লাভ থাকবে না।”

তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বরং বাস্তব সমাধান। “এই ব্যবসা শুধু মুনাফা সঞ্চয় করেনা, বরং প্রতিটি টাকা ফিরে যায় সমস্যার সমাধানে। জলবায়ু সংকট মোকাবেলায় এটি সবচেয়ে কার্যকর অস্ত্র।” উপদেষ্টা আরও উল্লেখ করেন, যুবদের শুধু চাকরি খোঁজার শিক্ষা দিলে হবে না; তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারে। সেশনের মূল অনুষ্ঠান প্রধান উপদেষ্টার দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী পরিচালনা করেন। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন নুড-এর চিফ ইমপ্যাক্ট অফিসার ও পার্টনার মারিয়ানা মালুফে, প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ইউনুস সোশ্যাল বিজনেস-এর সিইও ফ্রান্সিসকো ভিসেন্তে ও ক্লাইমেট ভেঞ্চার্স ব্রাজিলের প্রোগ্রাম লিড ডিওনি ম্যানেত্তি।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউনুস সোশ্যাল বিজনেস ব্রাজিল, যাতে অংশ নেন বাংলাদেশ ও লাতিন আমেরিকার তরুণ জলবায়ু সংগঠক ও উদ্ভাবকরা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!