জাতীয়

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকায় বাড়তি নিরাপত্তা

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:০৯ এএম
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকায় বাড়তি নিরাপত্তা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে তল্লাশি ও চেকপোস্ট।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, অন্যদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। রায়কে ঘিরে গত কয়েকদিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নাশকতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হাইকোর্ট এলাকা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।

সুপ্রিম কোর্ট এলাকার চারপাশে নিরাপত্তা আরও শক্ত করা হয়েছে। আদালত প্রাঙ্গণের সামনে সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাজুড়েও পুলিশ ও র‌্যাবের বাড়তি মোতায়েন নিশ্চিত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিং, মিরপুর, শাহবাগ, মগবাজার ও গাবতলী এলাকায় পুলিশকে তল্লাশি ও চেকিং চালাতে দেখা গেছে।

তবে শহরের অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল কম হলেও পুরোপুরি ব্যাহত হয়নি। সড়কে গণপরিবহন ও মেট্রোরেল স্বাভাবিকভাবেই চালু রয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন আছে। সিসি ক্যামেরায় নজরদারিও বাড়ানো হয়েছে।’ ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘কিছু নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম থেকে নিরাপত্তা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’ তিনি আরও বলেন, রায়কে ঘিরে কোনো শঙ্কা নেই; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা বলবৎ থাকবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!