জাতীয়

গণতন্ত্রের লড়াইয়ে মওলানা ভাসানী পথপ্রদর্শক: তারেক রহমান

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:১২ এএম
গণতন্ত্রের লড়াইয়ে মওলানা ভাসানী পথপ্রদর্শক: তারেক রহমান

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানী সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবেন।

রোববার দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে নিপীড়িত–নির্যাতিত মানুষের পক্ষে আপসহীন নেতৃত্ব দিয়েছেন ভাসানী।

তারেক রহমান আরও বলেন, ভাসানীর অগাধ দেশপ্রেম, গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুপ্রেরণা যুগে যুগে মানুষকে সাহস জুগিয়েছে। তাঁর আদর্শ সঠিকভাবে অনুসরণ করতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক–শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মওলানা ভাসানী ছিলেন উজ্জ্বল ভূমিকার অধিকারী। শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট। তাঁর হুঁশিয়ারিতে অত্যাচারী শাসকের মসনদ কেঁপে উঠত বলেও মন্তব্য করেন তিনি। বাণীতে তারেক রহমান মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!