জাতীয়

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:২৭ এএম
কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ওসিএন্ডএসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আর্টডকের জিওসি, লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার, বিওএফের কমান্ড্যান্ট এবং ওসিএন্ডএসের কমান্ড্যান্ট। এরপর শুরু হয় বার্ষিক অধিনায়ক সম্মেলনের কার্যক্রম।
সম্মেলনে বক্তৃতাকালে সেনাবাহিনী প্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবময় ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্ব অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাদার দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টডকের জিওসি, লজিস্টিকস এরিয়া কমান্ডার, বিওএফের কমান্ড্যান্ট, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসিএন্ডএসের কমান্ড্যান্ট, আর্মি অর্ডন্যান্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!