গত বছর জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ।
রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
তিনি বলেন, “শুধু রাজধানীতেই ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসী নির্বিঘ্নে তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারেন।” এর মধ্যে মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।
উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সেই দিনই রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।
আরএস
No comments yet. Be the first to comment!