জাতীয়

‘কোথাও কোনো মিষ্টি নেই’:  উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৬:০৬ পিএম
‘কোথাও কোনো মিষ্টি নেই’:  উপদেষ্টা আসিফ মাহমুদ
ফাইল ছবি

জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কোথাও কোনো মিষ্টি নেই।’

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

রায়ের পর থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। পর্যবেক্ষকদের ধারণা, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ‘কোথাও কোনো মিষ্টি নেই’ মন্তব্যটি করেছেন।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!