বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিস (বিএটিবি) ১৬ নভেম্বর ঢাকার বিআইএম অডিটোরিয়ামে বিশ্ব গুণগত মান দিবস ২০২৫ উদযাপন করেছে।
এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল "Quality: Think Differently (গুণগত মান, ভিন্নভাবে ভাবুন)"। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান এনডিসি, সচিব (চলতি দায়িত্ব), শিল্প মন্ত্রণালয় এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। তিনি বলেন, গুণগত মান এখন আর ঐচ্ছিক নয়; এটি জাতীয় প্রতিযোগিতার জন্য অপরিহার্য শর্ত। তিনি আরও বলেন,
"বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করা মানুষ ও প্রতিষ্ঠানের উপর। প্রতিটি সিদ্ধান্ত ও ফলাফলে গুণগত মান নিশ্চিত করতেই হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ); মিজানুর রহমান, সহ-সভাপতি (অর্থ), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); মোঃ আমিনুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি); এবং ড. শাহজাদ আফজাল (পিএইচ.ডি.), মহাপরিচালক, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো)।
সরকার, শিল্প, রপ্তানি ও মাননিয়ন্ত্রণ খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, মানসম্পন্ন সনদ, কার্যকর পরিদর্শন ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দেশের। শিল্পখাতে আস্থা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালিম শাহেদ, সভাপতি, বিএসিবি তাঁর বক্তব্যে বলেন, "গুণগত মান বিশ্বাস তৈরি করে আর বিশ্বাস অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দক্ষতা বিশ্বাসযোগ্যতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালিত হতে সহায়তা করা।'
মোঃ আহসান হাবিব, মহাসচিব, বিএসিবি বলেন, "এটি একটি যৌথ দায়িত্ব। যখন প্রতিষ্ঠানসমূহ গুণগত মানে বিনিয়োগ করে, তখন পুরো দেশ উপকৃত হয়-রপ্তানি সক্ষমতা ভোক্তা আস্থা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে। দিবসের সমাপনী পর্বে বক্তারা দক্ষতাভিত্তিক নেতৃত্ব জোরদার এবং শিল্প, সেবা ও সরকারি খাতে গুণগত মানকে একটি মৌলিক জাতীয় মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।
আরএস
No comments yet. Be the first to comment!