জাতীয়

হাসিনা–কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে তিন মন্ত্রণালয়ে

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৪৩ এএম
হাসিনা–কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে তিন মন্ত্রণালয়ে

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি আজ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। একইসঙ্গে সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনও রায়ের কপি পাবেন।ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

দুই অভিযোগে ছয়টি ঘটনা প্রসিকিউশন এ মামলায় পাঁচটি অভিযোগ জমা দিলেও ট্রাইব্যুনাল রায়ে দুটি অভিযোগে মোট ছয়টি ঘটনা তুলে ধরে। অভিযোগ–১–এ তিনটি ঘটনা উল্লেখ করা হয়— ১৪ জুলাই ২০২৪ গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে উসকানিমূলক বক্তব্য। একই রাতের ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনকি ‘ফাঁসি দেবেন’ বলে উসকানি। এরই ধারাবাহিকতায় রংপুরে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা—যা অভিযোগ অনুযায়ী পুলিশ বাহিনীর বাধাহীন অভিযানের ফল।

এসব ঘটনায় শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ–২ এ অভিযোগেও তিনটি ঘটনা আনা হয়:- ১৮ জুলাই ২০২৪ ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে ফোনালাপে ড্রোন ব্যবহার, হেলিকপ্টার ও মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর যৌথ অভিযান পরিচালনার নির্দেশ। এর পর ৫ আগস্ট ঢাকার চানখারপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা। একই দিনে সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানো। এই অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করে ট্রাইব্যুনাল। পাশাপাশি তাঁদের সব সম্পদ বাজেয়াপ্ত করে তা জুলাইয়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। উভয় অভিযোগে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আরএস

Tags:
অপরাধ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!