ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী মোট ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন ভোটার ছিল। চূড়ান্ত তালিকায় কিছুটা বৃদ্ধি হতে পারে।
ইসির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে এই ভোটাররা আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ শুরু করবে।
আরএস
No comments yet. Be the first to comment!