জাতীয়

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৭:৪০ এএম
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা জানান, আনসারদের অস্ত্রসমূহ অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন শটগান কেনা হচ্ছে। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা এখন আর কেনা হবে না; শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই তা প্রদান করা হবে। ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে।

তিনি আরও জানান, চাহিদা বিবেচনা করে এক কোটি ই-পাসপোর্টের বই কেনার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া টিকার সংকট নিরসনের জন্য ইপিআই টিকা কেনা হবে। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!