জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১৫ মাসের অর্জন তুলে ধরলেন: প্রেসসচিব

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৭:৪৪ এএম
অন্তর্বর্তী সরকারের ১৫ মাসের অর্জন তুলে ধরলেন: প্রেসসচিব
সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই ১৫ মাসে করেছে। তিনি আজ (১৮ নভেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারকে অনেকেই দুর্বল মনে করলেও বাস্তবে এটি গত কয়েক দশকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। প্রেসসচিব বিভিন্ন অর্জন তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা; বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক হামলা বন্ধ। মার্কিন শুল্ক চুক্তি কোনো লবিং ফার্ম ভাড়া না করেই সম্পন্ন। মাত্র ১৫ মাসে রেকর্ড সংখ্যক আইন পাশ, যার মধ্যে বিস্তৃত শ্রম সংস্কার আইন অন্তর্ভুক্ত। জুলাই চার্টার (July Charter) দিয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, রাজনৈতিক উদ্দেশ্যে জামিন বা মামলার অপব্যবহার কঠিন হবে। লালদিয়া টার্মিনাল চুক্তি, যা দেশের শিল্প রূপান্তরের ভিত্তি স্থাপন করেছে; এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ইউরোপীয় বিনিয়োগ।

নতুন পররাষ্ট্রনীতি কাঠামো; বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে। অর্থনীতি স্থিতিশীল ও পুনরায় প্রবৃদ্ধির পথে। ব্যাংকিং খাতের লুটপাট রোধ, টাকা স্থিতিশীল এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে; খাদ্য মূল্যস্ফীতি ১৪% থেকে ৭%-এ নেমেছে। জবাবদিহিতা প্রতিষ্ঠা, দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বোধের আবির্ভাব। র‍্যাব আইনের অধীনে পরিচালিত; গোয়েন্দা সংস্থাগুলো ভিন্নমতাবলম্বীদের হয়রানি থেকে সরে এসেছে। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত।

ক্রসফায়ার ঘটনা শূন্য; ১৬ মাসে একটিও সাজানো ঘটেনি। শেষে প্রেসসচিব লিখেছেন, “আমাদের ইতিহাসের এক আগ্রহী পাঠক হিসেবে আমার বিশ্বাস—বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই ১৫ মাসে করেছে।”


আরএস

Tags:
প্রেসসচিব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!