জাতীয়

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৮:০৩ এএম
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সঙ্কটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলাম এর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টরা।

এর আগে গত ৯ অক্টোবর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে। নতুন ব্যাংকের নাম প্রস্তাব করা হয়েছে—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ অথবা ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যাংকগুলো একীভূত হলেও কেউ চাকরি হারাবেন না এবং আমানতকারীও কোনো ক্ষতি করবেন না। নতুন ব্যাংকের প্রাথমিক অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দেবে—১০ হাজার কোটি নগদ এবং ১০ হাজার কোটি সুকুক বন্ডের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে।

প্রেস সচিব জানান, নতুন ব্যাংকটি প্রথমে রাষ্ট্রমালিকানাধীন হবে এবং পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। সরকার আশা করছে, পাঁচ বছরের মধ্যে ব্যাংকটি বেসরকারি খাতে ছাড়ার পরিকল্পনা কার্যকর হবে।


আরএস

Tags:
হাইকোর্ট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!