জাতীয়

পোস্টাল ভোট অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন : সিইসি

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৩২ পিএম
পোস্টাল ভোট অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন : সিইসি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দাবি পূরণ করে প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অ্যাপটিকে তিনি ‘গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন’ বলে অভিহিত করেন।

উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, ‘আজকের এই উদ্যোগ প্রবাসীদের ভোটাধিকার–বঞ্চনার অবসান ঘটিয়েছে। গণতন্ত্রে তাদের অংশগ্রহণ অপরিহার্য। মাত্র তিন মাসে এই কঠিন কাজ সম্পন্ন করতে পেরেছি—এটি ইসির জন্য দুঃসাহসিক একটি অর্জন।’

হাইব্রিড পদ্ধতি

সিইসি জানান, অ্যাপটি মূলত হাইব্রিড সমাধান—রেজিস্ট্রেশন হবে অনলাইনে, আর ভোটদান প্রক্রিয়া থাকবে ম্যানুয়াল। ১৫০টির বেশি দেশে বসবাসরত বাংলাদেশিরা এই অ্যাপের আওতায় আসবেন। দেশের ভেতরেও যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেও পোস্টাল ভোটের কাভারেজ রাখা হচ্ছে। তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বৈশ্বিক গণতন্ত্রের দুয়ারও খুলে দিচ্ছে।’

চ্যালেঞ্জও আছে

অর্জনের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন সিইসি। বিশেষ করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অ্যাপ ব্যবহারে মানুষের আস্থা তৈরি করাকে তিনি বড় চ্যালেঞ্জ বলে জানান। ‘অ্যাপ ব্যবহারের সময় ত্রুটি পাওয়া যেতে পারে। সেই বিষয়ে পরামর্শ দিলে আমরা তা সমাধানের চেষ্টা করব। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা দরকার,’ বলেন সিইসি।

 

আরএস

Tags:
নির্বাচন কমিশন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!