জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৩৪ পিএম
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ–মার্ক সেরে–শারলে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে এই প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ফরাসি দূতাবাস জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, বহুপাক্ষিকতা, শান্তিরক্ষা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানে সক্রিয় দেশগুলোর সঙ্গে ফ্রান্স সম্পর্ক আরও গভীর করতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগের মাধ্যমে সুবিধা আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশের অংশীদার হতে চায়।

বৈঠকে বাংলাদেশ–ফ্রান্স অংশীদারত্বকে আরও বিস্তৃত করার বিষয়ে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত থাকার কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশ হিসেবে বাংলাদেশ ফ্রান্সের গুরুত্বপূর্ণ সহযোগী।

 

আরএস

Tags:
পররাষ্ট্র উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!