জাতীয়

শেখ হাসিনার রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: নভে ১৯, ২০২৫ : ০৬:২২ এএম
শেখ হাসিনার রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রায় ঘোষণার পর দেশে অস্থিরতার লক্ষণ দেখা গেছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায় হওয়ার পর কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও অস্থিতিশীলতার শঙ্কা নেই। কর্মসূচিতেও কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সব কর্মসূচি হবে। শুধু গতবার প্যারেড হয়নি, এবার প্যারেড হবে।’

এ সময় এক সাংবাদিকের তুলে নেওয়ার ঘটনার বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। ডিবি পরিচয়ে মঙ্গলবার রাতে একজন সাংবাদিককে তুলে নিয়ে পরে ফিরিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা আমি প্রথম শুনলাম। বিষয়টি অনুসন্ধান করে জানার চেষ্টা করব।’
এভাবে কাউকে তুলে নেওয়া কি অপরাধ—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমি দেখব।’

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!