ঢাকার কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ গাড়িতে আগুন লেগে সামান্য একজন মেকানিক আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে মেরামতের জন্য মেকানিক আনা হয়। বারবার চেষ্টা সত্ত্বেও গাড়িটি চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। এসময় ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়, যার ফলে মেকানিক সামান্য আহত হন।
ডিএমপি আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচার হচ্ছে। প্রকৃতপক্ষে এটি নিছক একটি দুর্ঘটনা, এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না।
উল্লেখ্য, এর আগে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।
আরএস
No comments yet. Be the first to comment!