জাতীয়

সরকার ৮০ হাজার টন সার, ১.২০ কোটি লিটার সয়াবিন তেল ক্রয় করবে

আপডেট: নভে ১২, ২০২৫ : ০১:৪০ পিএম
সরকার ৮০ হাজার টন সার, ১.২০ কোটি লিটার সয়াবিন তেল ক্রয় করবে

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ পৃথক প্রস্তাবের মাধ্যমে মোট ৮০ হাজার মেট্রিক টন সার, ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল, ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের অনুমোদন দিয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাস সামনে আসায় সরকার চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা সয়াবিন তেল আমদানিরও অনুমোদন দিয়েছি, যদিও বাজারে এখন তেলের ঘাটতি নেই বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বৈঠকে কৃষি, বাণিজ্য, শিল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভায় সার, খাদ্যশস্য, ভোজ্যতেল এবং অবকাঠামো উন্নয়নের মতো কিছু প্রয়োজনীয় পণ্য ক্রয়ের প্রস্তাব নিয়ে আলোচনা এবং অনুমোদন করা হয়। প্রধান সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো- কৃষি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস-এর সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন।

এই সারের মোট ক্রয়মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৪৮ কোটি ৪২ লাখ টাকা, যেখানে প্রতি টনের দাম ৭০৯.৩৩ মার্কিন ডলার। এছাড়া কমিটি সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে, যার মোট মূল্য প্রায় ১৯৫ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রতি টনের দাম ৩৯৯.১৬ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্যপণ্য আমদানির দুটি বড় প্রস্তাব অনুমোদন করা হয়- ইস্তাম্বুলভিত্তিক বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ.এস. থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি ক্রয় করা হবে, যার মোট মূল্য ৭৮ কোটি ২৬ লাখ টাকা (প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা)। দুবাইভিত্তিক ক্রেডেন্টোন এফজেডসিও থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করা হবে ১৫৮ কোটি ৮৭ লাখ টাকায় (প্রতি লিটার ১৬৪ টাকা ২১ পয়সা)।

খাদ্য মন্ত্রণালয়ের আওতায় মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন (+৫ শতাংশ) সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মোট খরচ হবে ২১৭ কোটি ৯ টাকা, যেখানে প্রতি টনের দাম ৩৫৫.৫৯ মার্কিন ডলার। অর্থ উপদেষ্টা জানান, সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় সিলেট বিভাগের কিছু হাওর এলাকায় সড়ক নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

হাওর অঞ্চলের উঁচু সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলার দুটি প্যাকেজ অনুমোদন করা হয়। এগুলো হলো- তাহিরপুর উপজেলায় ১৮০ কোটি ৬৪ লাখ টাকার কাজ ও ধর্মপাশা উপজেলায় ১৯০ কোটি ৯০ লাখ টাকার কাজ। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতায় চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাই ডক-ফকিরনিহাট (এন-১২১) সড়ক উন্নয়ন প্রকল্পে ৭৮ কোটি ৬১ লাখ টাকার কাজের প্যাকেজ অনুমোদিত হয়েছে, যেখানে তাহের ব্রাদার্স লি. প্রতিযোগিতামূলক দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

সবশেষে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) বে টার্মিনাল প্রকল্পের জন্য পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়। এতে পূর্বে অনুমোদিত ২৫ কোটি ৫০ লাখ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সংশোধিত মূল্য দাঁড়িয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা (ভ্যাট ও করসহ)।


আরএস

Tags:
সরকার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!