রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি না হলেও বগির দুটি সিট পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
আজ বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, তেজগাঁও স্টেশনের পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি জয়নাল আবেদীন। ঢাকা রেলওয়ে জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা একটি নষ্ট কোচে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগায়। স্থানীয়রা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মিলে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এতে বগির দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!