জাতীয়

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৫:৪৫ পিএম
ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম।

তিনি জানান, ২০১৯ সালে শেখ হাসিনাকে যে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল তা ছিল অবৈধ ও ডাকসুর গঠনতন্ত্রবিরোধী। একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে সদস্যপদটি প্রদান করা হয়। আজকের সভায় সেই রেজুলেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি, সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর ভিপি, সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানানো হবে।


আরএস

Tags:
ঢাকা বিশ্ববিদ্যালয়

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!