জাতীয়

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ—সায়েদাবাদে শেষ দেখা গেছে

আপডেট: নভে ১০, ২০২৫ : ০৬:৩০ এএম ৪৫
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ—সায়েদাবাদে শেষ দেখা গেছে
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান—বৃহস্পতিবার অফিসে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। শেষ অবস্থান পাওয়া গিয়েছিল রাজধানীর সায়েদাবাদ এলাকায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক-এর উপপরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ-১৯) বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে অফিসে এসেছিলেন। তবে এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবার ও সহকর্মীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টায় তিনি ব্যাংকের অফিসে উপস্থিত হয়েছিলেন এবং কিছুক্ষণ পর তার ব্যাগ ও পরিচয়পত্র টেবিলে রেখে বেরিয়ে যান। তার মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, শেষবার দেখা গেছে সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে। ওই সময় তিনি তাঁর স্টাফ ব্যাচের এক সহকর্মীকে পাঠিয়েছিলেন এক বার্তা, যেখানে লেখা ছিল — “এটাই হয়তো আমার শেষ চাওয়া” — এবং ছোট বোনের জন্য একটি চাকরির বন্দোবস্তের অনুরোধ করা হয়। বার্তার ভাষা থেকে মনে করা হচ্ছে, তিনি হয়তো মানসিক চাপের মুখে পড়েছেন অথবা ব্যক্তিগত/আর্থিক সমস্যার কারণে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, কারণ নাঈম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোনের জীবিকা চালাতেন। ব্যাংক-কর্মীরা ও পরিবার পু‌লিশে সাধারণ ডায়েরি (জি.ডি.) করেছে এবং দ্রুততার সঙ্গে তথ্য দেয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Tags:
নাঈম_রহমান বাংলাদেশ_ব্যাংক উপপরিচালক_নিখোঁজ বাংলাদেশ_ব্যাংকের_কর্মকর্তা \ নিখোঁজ_সংবাদ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!