ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে।
আজ (মঙ্গলবার) ঢাকায় বিটিসিএলের সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ সহকারী বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশে অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশে সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে।
অংশীজন সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্ব করেন৷ অন্যদিকে, অধ্যাদেশের খসড়া সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত দেওয়ার উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা আছে। জনগণ ও অংশীজনরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অধ্যাদেশের খসড়ার ওপর মতামত দিতে পারবেন। সেইসাথে অধ্যাদেশের ওপর মতামত পাঠানো যাবে ই-মেইলে secretary@ptd.gov.bd এবং সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায়।
No comments yet. Be the first to comment!