গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন ডেঙ্গু রোগী।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২৯ জন ভর্তি হয়েছেন।
এছাড়া গত একদিনে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৮৬,৩৩১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮৯,৪৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।
তুলনায়, ২০২৪ সালে এক বছরেই ১,০১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন এবং মারা যান ১,৭০৫ জন।
আরএস
No comments yet. Be the first to comment!