নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই

আপডেট: নভে ২২, ২০২৫ : ০২:১৫ পিএম ১৪
স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই

স্বাস্থ্য সহযোগিতা ও আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ জোরদারের জন্য ভুটানের সঙ্গে দুইটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ।

শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর নথি সই ও বিনিময় সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। স্বাস্থ্য খাতের সমঝোতা স্মারকটির আওতায় স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা করা হবে। বাংলাদেশ পক্ষে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারক আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত। বাংলাদেশ পক্ষে নথিতে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়েও উদ্বিগ্ন হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বিমানবন্দর সম্মান রক্ষী বেদিতে ১৯ বন্দুক স্যালুট এবং গার্ড অব অনার প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ ও গাছ রোপণ করেন। দুপুরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


আরএস

Tags:
ভুটান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!