শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হওয়ার মাত্র এক সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদীর ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি, শুধু নরসিংদী এলাকায় অনুভূত হওয়া নিশ্চিত। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
এর আগের দিন, শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
আরএস
No comments yet. Be the first to comment!