নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩

আপডেট: নভে ২৫, ২০২৫ : ১১:১১ এএম ১৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগে ৮৬, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৬, ঢাকা উত্তর সিটিতে ১৩৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ২৩, রংপুর ও সিলেট বিভাগে ৬ জন করে রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে ৬৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৯৪৯ জন। এ বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ৯১ হাজার ৬০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন। ২০২৩ সালে ৩২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।

 

আরএস

 

 

 

Tags:
ডেঙ্গু

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!