পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপাক্ষিক সহযোগিতা, নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশের সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠের পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতিও তিনি উল্লেখ করেন।
আইজিপি আরও জানান, বিদেশি পর্যবেক্ষক দল ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারবেন।’ বৈঠকে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রগুলোকে আরও সুসংহত করতে চায়।
বৈঠকে মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশিংয়ের মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার সম্ভাবনাও আলোচিত হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!