নিজস্ব প্রতিবেদক

তিন দিনব্যাপী বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ : টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত

আপডেট: ডিসে ১২, ২০২৫ : ০৯:১১ এএম ১১
তিন দিনব্যাপী বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ : টেকসই, স্থিতিশীল ও মানুষকেন্দ্রিক স্থাপত্যের নতুন দিগন্ত

মঈন মাহমুদ


আন্তর্জাতিক প্রতিনিধি, খ্যাতনামা স্থপতি, শিল্পপতি ও চিন্তাবিদদের নিয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ আজ ঢাকায় উদ্বোধন করা হয়েছে।  চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত এ বছরের সামিটের প্রতিপাদ্য “ক্র্যাফটিং স্পেস, শেপিং হ্যাবিট্যাট, যা স্থাপত্যের রূপান্তরমূলক শক্তিকে—মানুষ, সমাজ ও নির্মিত পরিবেশ গঠনে তার ভূমিকা—উদ্ভাসিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেন, স্থাপত্য কেবল অবকাঠামো নির্মাণ নয়—“এটি মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার একটি সৃজনশীল কর্মযজ্ঞ।” প্রফেসর আবরার আইএবির পেশাগত সততা ও নিরপেক্ষতার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতকদেরকে স্পষ্ট দক্ষতার মানদণ্ড পূরণ করার যে নীতি আইএবি অনুসরণ করে, তা স্থাপত্যশিক্ষা ও পেশাগত মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “শিক্ষা উপদেষ্টা হিসেবে এটি আমাদের দায়িত্বকে আরও জোরালো করে—যেসব বিশ্ববিদ্যালয় স্থাপত্য শিক্ষা প্রদান করে, তারা যেন সর্বোচ্চ মান বজায় রাখে।”
তিনি বলেন, “বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ আমাদের দেশের টেকসই উন্নয়ন, স্থিতিশীল অবকাঠামো এবং জ্ঞানভিত্তিক ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। এই সামিট সফল হোক, এবং এখানকার ধারণা ও আলোচনা আমাদের দেশ ও জনগণের কল্যাণে বাস্তব রূপ লাভ করুক।’’ এ বছর প্রায় ৮০০ নতুন স্থপতি আইএবিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের উদ্দেশে প্রফেসর আবরার বলেন, “আপনাদের নৈতিকতা, সহমর্মিতা, উদ্ভাবনশীলতা ও জনকল্যাণের দায়িত্ববোধই গড়ে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ নগর, কমিউনিটি ও ভূদৃশ্য।”

অনুষ্ঠানে  স্বাগত  বক্তব্য রাখেন  সামিটের আহ্বায়ক স্থপতি কাজী এম. আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপকি স্থপতি ড. আবু সায়েদ এম.আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি মিনসুক চৌধুরী- অধ্যক্ষ মাস স্টাডিস ( সাউথ কোরিয়া)। জাতীয় উন্নয়নে আইইবি’র অংশগ্রহণ বিষয়ে বক্তব্য রাখেন - ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের ন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপাধ্যক্ষ স্থপতি নওয়াজিস মাহবুব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আইইবি বিষয়ে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপাধ্যক্ষ স্থপতি খান মাহফুজুল হক জগলুল।
বাংলাদেশ আর্ক সামিট-২০২৫ এর নির্বাহী সম্পাদক ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট মন্ত্রণালয়ের সচিব স্থপতি আসাদ আলম সায়েম।

এ বছরের সামিটের একটি বড় অর্জন হলো সাতটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার স্থপতিদের প্রথম আঞ্চলিক সম্মেলন, যা পরিবেশগত ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন আঞ্চলিক সহযোগিতার দ্বার উন্মোচন করেছে। সামিটে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বিশিষ্ট স্থপতি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন, যা বৈশ্বিক স্থাপত্য-আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের পরিচয় বহন করে। আগামী দুই দিনে সামিটে আলোচনা হবে—টেকসই নগরায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবন, জলবায়ু সহনশীলতা ও কমিউনিটিকেন্দ্রিক নকশা, উপকরণ ও প্রযুক্তির উদ্ভাবন, এবং ঘন-উষ্ণমণ্ডলীয় নগর নকশার চ্যালেঞ্জ নিয়ে।
দুটি উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল আলোচনায় গুরুত্ব পাবে—বর্তমান পেশাগত বাস্তবতায় নবীন স্থপতিদের প্রস্তুত করা, এবং প্রযুক্তিগত পরিবর্তন, লিঙ্গসমতা ও জটিল নীতিনিয়ন্ত্রণ–ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে স্থাপত্য ফার্মগুলোর সক্ষমতা উন্নয়ন।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!